প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 21, 2010

ফেরা অথবা ফেরানো by বাবুল হোসেইন

ফেরাতে না পেরে, নিজেকেই ফিরিয়ে নিলাম
কাউকে না কাউকে তো ফিরতেই হয়
একটা সম্পর্কের ভগ্নদশা অথবা ভগ্নাংশের জন্য
কেউ না কেউ তো দায়ী হয়ই,
কারো মাথায় দোষের খড়গ নিতেই হয়
যেমন ঘন কালো রাতের জন্য চাঁদ দায়ী
অথবা মেঘলা আকাশের জন্য সূর্যটা।

শীতল অবগাহনের পর তুমি জানলে না
কে বেশী তৃষ্ণার্ত ছিল
কার বেশী দরকার ছিল তৃষ্ণার জল।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ