প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 14, 2010

সখি

 
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।

সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সঁপেছি প্রাণ।।
যতই দেখি
 তারে ততোই দহি
আপন মনো-জ্বালা নিরবে সহি,
তবু পারিনা দূরে যেতে
মরিতে আসি,
লইগো বুক পেতে অনল-বাণ।।
 ‎"আমার নয়নে তোমার বিশ্বছবি
দেখিয়া লইতে সাধ যায় তব কবি -"

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ