প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 21, 2010

এই সেই পথ by জিল্লুর রহমান

হু দিন আগে
দাদুসহ যাচ্ছিলাম বহুদূরে
ঘন বনের মাঝে সেই মেঠো পথ ধরে
লাঠি হাতে চলছিলো দাদু
আর পাতার শব্দ শুনে বলেছিলো আমায়,
’’দেখিস্ বাঘ, ভল্লুক কোথাও আছে নাকি?’’

আমি আজ দাদু হয়েছি
সেই পথে চলছি নাতির হাত ধরে
আজ নেই সেই বন,
নেই পাতার মর্মর ধ্বনি
নেই সেই মেঠোপথ।
অনেক প্রশস্থ সেই পথের দু’পার্শ্বে
গড়ে উঠেছে কত ছোট বড় অট্টালিকা,
বৈদ্যুতিক বাতির ঝলকানি,
নেই বাঘ, ভল্লুকের ভয়।

তবুও-
সভয়ে নাতির হাত ধরে চলি
সে আমায় জিজ্ঞেস করে’
’’ভয় কীসের দাদু?’’
আমি তার কানে ফিস্ ফিস্ করে বলি,
’’চুপ! চুপ! দেখিস্
কোন সন্ত্রাসী আছে নাকি ডানে-বাঁয়ে!’’

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ