হঠাৎ জেগে উঠো,
এবং আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাও
যে স্পর্শ আমার ভালোবাসাকে তরঙ্গাঁয়িত করে
সেই স্পর্শের কসম,
আমি তোমাকে ভালোবাসি।
আর যখন আমার মতো করেই
তুমি আমাকে ভালোবাস,
যখন দুটি সত্ত্বা একসাথে সময়কে অতিক্রম করে,
তখন তোমার সবকিছুই আমার বেশ ভালো লাগে।
প্রিয়তমা, তুমি আমার ঐই দূর আকাশের নক্ষত্র
আর আমি তোমার সেই উজ্জ্বল নক্ষত্রের আলো।
মনে পড়ে তোমায় সারাটিক্ষণ
ঠিক এভাবে,
এমনি আপন করে।
No comments:
Post a Comment