জাগো হে
মানব জাতি,
জাগাতে
মানবতা।
কর রচিত
নতুন অভিধান।
যাক বিলীন হয়ে
সব দুঃখ ব্যথা।
তোলো ভাসিয়ে
চোখের কোনে,
কোনো অনাহারীর
এক মুখ।
তাহার মুখে
দিতে একমুঠো ভাত,
হয়ে উঠো কেউ
উন্মুখ।
এক মুঠো ভাতে,
তোমার দেয়া হাতে
তৃপ্তি পাবে সে, মিটবে ক্ষুধা তার
তুমিও পাবে আনন্দেরই স্বাধ।
হয়তো এভাবেই ভাঙবে,
একদিন রাজ্য ক্ষুধার।
বইবে নিরবধি মানবতার নদী
সকল মানবের কাঁধে, মিলিয়ে কাঁধ।
অন্ধ শিশু এক
পথের ধারে,
যখন একা একা
কেঁদে ফেরে।
স্বচ্ছন্দে বাড়াও
হাতটা তোমার।
দাও পরিচয়
মানব মনের মানবতার।
মানবিকতার প্রান্তর আজ
বড় ধুসর মরু।
এগিয়ে এসে তাই, তুমিই প্রথম
ভর উজ্জলতায় কর উজ্জ্বল
মানবতার শুরু।
মানবতায় জেগে উঠুক
মানব প্রাণ,
এসো গেয়ে উঠি, এক সুরে তাই
মানবতার জয়গান।
জাগো হে মানব জাতি
জাগাতে মানবতা।
কর রচিত অভিধান
বিলীন হয়ে যাওয়া দুঃখ ব্যথা।
(এই কবিতাটি পি. এইচ. সি-র জন্য লিখা। তাদের প্রতি উৎসর্গ করা হল এই কবিতাটি)
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment