তখন নিপু আপু তো রাগে আর লজ্জায় একেবারে শেষ, আর এদিকে পিউ ভাইয়ার অবস্থা হলো কি, সে তো লজ্জায় একেবারে নির্বাক। আর এ ঘটনা শোনার পর সবার যেন ভিমরুল পড়ার পরের অবস্থা। অর্থাত্ লাফিং গ্যাস তীব্র মাত্রায় বেড়ে গেল। এরপর তখন থেকে আমরা নিপু আপুকে ডাকি হাসির কোলবালিশ
Saturday, December 18, 2010
হাসির কোলবালিশ by সিফাত
তখন নিপু আপু তো রাগে আর লজ্জায় একেবারে শেষ, আর এদিকে পিউ ভাইয়ার অবস্থা হলো কি, সে তো লজ্জায় একেবারে নির্বাক। আর এ ঘটনা শোনার পর সবার যেন ভিমরুল পড়ার পরের অবস্থা। অর্থাত্ লাফিং গ্যাস তীব্র মাত্রায় বেড়ে গেল। এরপর তখন থেকে আমরা নিপু আপুকে ডাকি হাসির কোলবালিশ
Labels:
রম্য গল্প
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment