তোমার শাড়ির ভাঁজে ছিল বিস্ময় আকাশ
না পড়া অভিব্যক্তির আজন্ম কাঙালপনা ;
সেই যে তুমি ডানা মেলতে শিখলে; উড়তে শিখলে;
একদা পান্থজন ভুলে গেলো পথের হদিস।
পথের আবর্তে হারালো পথ, ইতিহাস হয়ে গেলো প্রাক্-ইতিহাস।
গোলক ধাঁধায় আটকানো চোখে দিগন্তের হেলে পড়া আকাশ
কেবলই দূরে, আরো দূরে, দূরতম দ্বীপের মতন।
প্রাচ্যে আর পশ্চিমে :
ঢের ঘোরা হলো, দেখা হলো কত সভ্যতার নাড়ী-নক্ষত্র
তবু জানা হলো না কোন সভ্যতা লুকিয়ে থাকে
তোমার আটপৌরে শাড়ির ভাঁজে !
Friday, December 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment