প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, December 18, 2010

কম ঘুম স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

ব্রিটেনের একদল গবেষক বলেছেন, যেসব নারী দিনে ছয় ঘন্টার কম ঘুমান তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ স্বল্প ঘুম মেলাটোনিন হরমোন উৎপাদনে বিঘí সৃষ্টি করে। এই হরমোন স্তনে টিউমার হওয়ার পথে বাধার সৃষ্টি করে। কিন্তু স্বল্প ঘুমে এই হরমোন হন্সাসের ফলে স্তনে টিউমার হওয়ার পথ সুগম হয় এবং ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কাজেই যেসব নারীর ঘুম দিনে ছয় ঘন্টার কম হয়, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। ইন্টারনেট।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ