প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 7, 2010

মঞ্চছড়া : ধুত্তুরি ছাই ধুত্তুরি : ড. মাহফুজুর রহমান আখন্দ

ধান ক্ষেত
[মঞ্চে দুই দলে বিভক্ত হয়ে বিন্দু আবৃত্তি]
১ম দল
ধুত্তুরি ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি

মিষ্টি বাতাস হাওয়া নাই
টাটকা খাবার খাওয়া নাই
পায়ে হেঁটে যাওয়া নাই
দীঘির জলে নাওয়া নাই
নেইকো কলা গুড় মুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি।



২য় দল
শহর শহর শহর
বয় যে খুশির নহর
হাল ফ্যাশনের বহর

হৈ হৈ রৈ রৈ
শহরের কতদাম
গাঁয়ের ঐ ছেলেরা
আসলে যে বোকারাম

সাঁই সাঁই চলে যায়
শহরের গাড়িটা
লাল নীল রঙ করা
নেতাজীর বাড়িটা

সবার বয়স এককুড়ি
নেই তো বুড়ি থুত্থুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
গাঁয়ের বাড়িই ভুত্তুরি



১ম দল
নকশী কাঁথা

নকশী কাঁথা সিলায়না
ছন্দ ছড়া মিলায়না
পান পাতা কেউ বিলায় না
আম গাছে কেউ ঢিলায় না
নাইকো বাতাস হুড়মুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি।





২য় দল
রঙ্গরসের মেলা আছে
চোর ডাকাতের খেলা আছে
নেতানেত্রী চেলা আছে
ফটকাবাজের ধোকা আছে
কাগজ ফুলের থোকা আছে
বুড়ো কিছু খোকা আছে

আর কি আছে জানো
চুপটি করে শোন

মেয়ের গায়ে ছেলের জামা
ছেলের হাতে রিং চুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
গাঁয়ের বাড়িই ভুত্তুরি।


১ম দল
মাঠ ভরা পাট ধান নাই
জারী ধুয়া গান নাই
আষাঢ় মাসে বান নাই
মুরুব্বীদের মান নাই
নাইকো হাসি ফুরফুরি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি।

২য় দল
গাড়ির কালো ধুঁয়া আছে
ভণ্ডামী আর ভূয়া আছে
ভেল্কীবাজী জুয়া আছে
মদগাঁজা আর তাড়ী আছে
ন্যাংটা টেডী নারী আছে

অসৎ প্রবণ ব্যক্তি আছে
লক্ষ টাকার শক্তি আছে
দূর্নীতিতে নেই জুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
গাঁয়ের বাড়িই ভুত্তুরি

১ম দল
টাকা কড়ির অভাব নাই
মানব সেবার স্বভাব নাই
ইটের পরে ইট
তারই মাঝে কীট

২য় দল
ঠিক বলেছেন ভাই
শান্তি কোথায় পাই?

উভয় দল
শান্তি নেই তো ভ্রান্তি আছে
ইট পাথরের শহরে
এসো সবাই তাইতো চলি
গাঁয়ের ছোট্ট ঐ ঘরে। 

[mrakhanda@gmail.com] 

সুত্র দেখুন 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ