প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, December 8, 2010

তোলা থাক না বলা কথা...

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ