আমি এক সরকারি চাকুরে, ধরেছি রক্ষকের বেশ,
ছিবলে খেয়ে যাব তোমার সোনার বাংলাদেশ।
প্রজাতন্ত্রের চাকর আমি, চাকরি দিয়েছে সরকারে,
পা ধরে নেতার বসে থাকি, কখন লাগি দরকারে।
নেতার হাতেই পুতুল নাচি, সচিব হই বা পিয়ন,
যেথায় যে পদেই থাকি, কামাই মিলিয়ন।
সরকারি চাকরি করি, বেতনটা নয় আসল,
উপরি কামাই যেটুকু পাই, সেটাই চাকরির ফসল।
স্বভাব আমার নয়কো এমন, ঘুষখোর আমি নই,
বাম হাত শুধু বাড়িয়ে রাখি, উপরি পাওনা লই।
ফাইলের প্যাঁচে ফেলে রেখে, কষে আটকাই গেরো,
কাজটি তোমার কঠিন হবে-নগদ যদি না ছাড়।
'ফেল কড়ি মাখ তেল' এই নীতিতেই চলি,
নীতিবোধটা ফেলে রেখে পা দিয়ে তা দলি।
লাল ফিতার গেরো খুলতে নগদ নারায়ণ,
দিলেই গিট্টু খুলবে তবে, রাখবে তা স্মরণ।
পার্সেন্ট ধরে ছাড়ো কিছু, উপহারের ছলে,
আমলাতান্ত্রিক জটিলতা ছুটবে মন্ত্রবলে।
কখনো বা 'নাইকো' হয়ে কখনো বা 'শেল'
আন্তর্জাতিক ঘুষের রাজ্যেও চলে মোদের খেল।
ঘুষ দেয় নেতা, ঘুষ দেয় মন্ত্রী, ঘুষ দেয় রাষ্ট্রদূত,
উপর থেকেই ঘাড়ে চাপে সিন্দাবাদের ভূত।
আমরা থাকি মাঝ সারিতে, ঘুষের মিডিয়া'য়
ঘুষের সংজ্ঞাই বদলে দেব বাংলা পিডিয়ায়।
বিল্ডিং খাব, রাস্তা খাব, খাব ওভারব্রীজ,
বিদ্যুৎ-গ্যাসের সাথে খাব, ক্রিকেট মাঠ ও ক্রিজ।
দেশটা হবে দেউলিয়া তো, কিবা যায় আর আসে,
দেশ বিরোধী চেতনা প্রাণে মিটমিটিয়ে হাসে।
দেশ ছেড়ে না হয় যাব চলে, এক্কেবারে বিদেশ,
ছিবলে খেয়ে যাব তোমার সোনার বাংলাদেশ।
Thursday, December 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment