গোপন দলিলপত্র ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ভক্তরা পেপ্যালের ইন্টারনেট একাউন্টের মাধ্যমে আর্থিক অনুদান দিতেন। কিন্তু সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর এক চিঠি দিয়ে তাদের জানিয়েছে যে উইকিলিকস নামের ওয়েবসাইটটি অবৈধ কার্যক্রমের সাথে জড়িত।
ইন্টারনেট ভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যাল বলছে, মার্কিন সরকারের কাছ থেকে একটি চিঠি পাবার পর তারা উইকিলিকসের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছে।
পেপ্যালের একজন নির্বাহী ওসামা বেদিয়ার প্যারিস থেকে একটি ইন্টারনেট কনফারেন্সের মাধ্যমে জানান, নভেম্বরের ২৭ তারিখে মার্কিন সরকারের পররাষ্ট্র দফতর একটি চিঠি দিয়েছে।তিনি বলেন, চিঠির মূল কথা হলো উইকিলিকসের কাজকর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে অবৈধ বলে গণ্য হচ্ছে। এর ফলে আমাদেরকে উইকিলিকসের একাউন্ট সাসপেন্ড স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা একাউন্টের মালিককে জানিয়ে দিয়েছি যে একাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।
মি. বেদিয়ার বলেন, তার প্রতিষ্ঠানকে এটা নিশ্চিত করতে হয় যে তারা আইনের মধ্যে থেকে কাজ করছে।
কিন্তু পেপ্যালের মতো ইন্টারনেটভিত্তিক আর্থিক লেনদেনের যেসব কোম্পানি উইকিলিকসের জন্য অনুদান নেয়া বন্ধ করে দিয়েছে তারা এখন ক্রুদ্ধ হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছে। রাজনৈতিক হ্যাকিং গ্রুপ এ্যানোনিমাস বলছে, তারা পেপ্যালের ওপর সাইবার আক্রমণ চালিয়েছে। অপারেশন পে ব্যাক নামে একটি গোষ্ঠী বলছে, তারা মাস্টারকার্ডের ওয়েবসাইটে আঘাত হেনেছে।
আজ অনেকেই মাস্টারকার্ডের ওয়েবসাইটে ঢুকতে পারে নি। অবশ্য মাস্টারকার্ড বলছে তাদের ওয়েবসাইটে ভিড় বাড়লেও লেনদেনের ওপর কোন প্রভাব পড়েনি।
No comments:
Post a Comment