প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, December 11, 2010

যুদ্ধ মানে বাংলাদেশ by মনিরা চৌধুরী

যুদ্ধ দেখিনি আমি যুদ্ধ করিনি
তবুও জানি আমি যুদ্ধ মানে কি?
যুদ্ধ মানে বায়না যেন দামাল ছেলের
ছিনিয়ে আনা এক স্বাধীনতার।
আর মুক্তির আশ্বাসে,
শোনা সে বারতা বন্দী মাতার।


যুদ্ধ মানে যোদ্ধা ভাইয়ের
জন্যে পথ চাওয়া ছোট্ট বোনের,
যুদ্ধ মানে নয়তো মায়ের কোল
কান্না শুধুই আর্তনাদের।
শত শহীদের আত্নত্যগের কাহিনী,
আমি যুদ্ধ মানে তা জানি।

যুদ্ধ মান বন্দীদশার করাল গ্রাসে,
পিষ্ট মায়ের হাহাকার।
আর অস্ত্র হাতে দৃপ্ত শপথ নেয়া,
অঙ্গিকার সব মুক্তি সেনার।

যুদ্ধ মানে নয়তো শুধুই
পিতার চোখে পুত্র শোকের কান্না,
যুদ্ধ মানে হয়তো পেতে কিছু
হারানোর কিছু বেদনা।
মুছিয়ে দেয়া সব পরাধীনতার গ্লাণি
স্বাধীনতা মানে আমি তাকেই জানি।

যুদ্ধ মানে দেখা মুক্তি সেনার চোখে সোনালী স্বদেশ,
স্বাধীনতা মনে তারই, রক্তের বিনিময়ে
তাই পাওয়া এ দেশ।
গর্বিত বুকে আমি
 বলি মহাবিজয়ের দিন, ১৬ ই ডিসেম্বর।
আর বিজিত কন্ঠে গাই
বাংলা আমার আমি বাংলার।
আমি যুদ্ধ মানে, জানি যুদ্ধ শেষ
আমার পাওয়া প্রিয় বাংলাদেশ।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ