Tuesday, December 14, 2010
এখনই থামাও!!! নয়তো তা নেবে চরম প্রতিশোধ by আজমান আন্দালিব
তোমরা আমায় চেন সবে, আমি তোমাদের খুব আপন,
নেশার মাঝেই দিন যে কাটে, বোহেমিয়ান জীবন যাপন।
রঙিন নেশায় বিভোর থেকে, কাটাই দিবস কাটাই রাত,
আঁকড়ে ধরে আছি নেশায়, গডফাদারের কালো হাত।
কারও আমি ভাই-বন্ধু, হয়তো প্রেমিক আপনজন,
ভ্রমের রাজ্যে ঘুরি আমি, হারিয়ে সব বন্ধু স্বজন।
সমাজে আজ একলা আমি, সমাজের বোঝা ভাবছ তায়,
দেশজুড়ে যে নেশার তাণ্ডব, কে নেবেই বা তাদের দায়?
দেশ-জাতি আজ থমকে আছে, মাদকের করাল গ্রাসে,
পরিবার থেকে ব্যক্তি জীবন কাঁপছে মাদক ত্রাসে।
হাত বাড়ালেই নেশার উপাদান ছড়িয়ে চারিধার,
মাদক ছোবলে কত ঘর-সংসার হয়ে যায় ছারখার।
নেশার জগতে পা দেই যখন, তা ছিল স্রেফ কৌতুহল,
এখন আমায় নেশা ছাড়েনা, হারিয়েছি সব মনোবল।
পড়াশুনার পাট চুকিয়ে- এখন আমি পথের রাজ,
চুরি-ছিনতাই করে শুধু বেড়াই, পাড়ার মস্ত রকবাজ।
‘'বাপে খেদানো মায়ে তাড়ানো' কুলাঙ্গার এক আমি,
বাঁচার তাগিদে ছিনতাই আর চাঁদাবাজি পেশায় নামি।
হয়তো আমায় ঘৃণা কর সবে, গালাগাল কর আড়ে,
গণপিটুনি খেয়ে পড়ে থাকি পথে, কখনোবা ক্রসফায়ারে।
কেউ কি কখনো ভেবে দেখেছ, কেনই বা এমন হয়?
পথে-ঘাটে আজ মাদকের বিস্তার, সমাজটাই মাদকময়।
মাদকের তোড়ে ভেসে যায় সব, বিবেক-বুদ্ধি-বোধ,
এখনই থামাও!!! নয়তো তা নেবে চরম প্রতিশোধ।
Labels:
আজমান আন্দালিব,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment