Tuesday, December 14, 2010
পথের খোঁজ by সায়েম
অনেক বছর যাবত খুঁজে বেরাচ্ছি একটি পথ।
পথে থাকবে না কোন কাঁটা আর তীক্ষ্ণ কঙ্কর,
চারপাশে বয়ে যাবে স্বাধীনতার বাতাস আর হালকা মিষ্টি গন্ধ।
পথের ধারে ফুটবে গোলাপ,হাস্নাহেনা আর বেলি ফুল,
মাধবি লতার সুবাসে ভরে উঠবে সমস্ত পৃথিবী।
আকাশে ডানা মেলে উড়ে যাবে গাঙচিল।
পথের পথিকেরা থাকবে অকুতোভয় আর নিঃসঙ্ক চিত্তে হেঁটে বেড়াবে।
সমুদ্রের মাছেরা যেমন চঞ্চল চিত্তে ঘুরে বেড়ায় -
ঠিক তেমনি ঐ পথটার পথিকেরা হাঁটবে।
আমার সকল চিন্তা আজ ঐ পথকে কেন্দ্র করে।
শ্রেনীহীন পথ,বৈষম্যহীন পথ।
যে পথে কাঁদেনা অসহায় পিতৃ-মাতৃহীন শিশু
আর জোর করে কেঊ কেড়ে নেয় না কারো অধিকার ।
Labels:
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment