" আমি কি জমিনকে দোলনা আর পাহাড়কে পেরেকসমূহ করে সৃষ্টি করিনি ? " সূরা আল নাবা, আয়াত-৭।
১৪৩০ বছর পূর্বে কোরআন কারীম ঘোষনা করেছে যে পাহাড়কে জমিনের জন্য পেরেকের মত করে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ পাহাড়ের শীকড় রয়েছে। বিজ্ঞান বিংশ শতাব্দির আগ পর্যন্ত এ বিষয়টি অস্বীকার করে আসছিল যে পাহাড়ের কোন শীকড় আছে। বিংশ শতাব্দিতে এসে আধুনিক টেকনোলোজী ব্যবহার করে বিজ্ঞান আবিস্কার করতে পেরেছে যে, পাহাড়ের কমপক্ষে দুই তুতীয়াংশ নীচে থাকে আর বাকীটুকু জমিনের উপরে থাকে; অর্থাৎ ১৪৩০ বছর পূর্বে পবিত্র কোরআন যা বলেছে বিংশ শতাব্দিতে এসে বিজ্ঞান সে তথ্য আবিস্কার করতে পেরেছে।
উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে এ বিষয়টি অকাট্যভাবে প্রতিষ্ঠিত হলো যে আল কুরআন আল কারীম কোন মানুষের রচনা নয়। এটা অবশ্যই অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ তা"লার ঐশি বানী। জিবরীল আল আমীন ওহী রূপে যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর উপর আল্লাহ তা"লার নির্দেশে প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ করেছেন।
Monday, December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment