প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, December 14, 2010

ঢাকার ছড়া by নিজাম কুতুবী

গাড়ি-ঘোড়া নেই
রাস্তা একে বারে ফাঁকা
আবার সব রাস্তা আঁকা বাঁকা
এই কথাটি মিথ্যা ও ফাঁকা।

 
বাড়ি ঘর নেই
সব দালান কোটা
দোকান-পাট নেই
আছে সপিং মল
ফেক্টরি আছে
নেই কোন তাঁতকল।
আসতে পারেন ঢাকায়
সর্ত একটাই
ঘর নাই বাড়ি নাই ঘুমাবেন রাস্তায়
মাথা দিবেন বস্তায়।
 
 নেই কোন ইসকুল ও পাঠশালা
ঢাকা জুড়ে সব পঁচা নালা।
মতিঝিলে আছে ব্যাংক
ফকিরাপুলে পানির ট্যাংক
খাবার পানিতে সব বেক্টেরিয়া
খেয়ে মরতে পারেন
কবর দেবে আঞ্জুমানে মুফিদিয়া। 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ