সংখ্যার রাজ্যে চমৎকার এক জিনিস জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার। নানান ধরনের ম্যাজিক স্কয়ার বা জাদুবর্গ রয়েছে। সেগুলির মধ্যে এর আগে আমরা দেখেছিলাম কি করে ৩X৩ = ৯ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি করতে হয়। আজ আমরা এখানে দেখব ৪X৪ = ১৬ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি কৌশল। মূলত এই ১৬ ঘরের জাদুবর্গটি তৈরি করা খুবই সহজ, সামান্য কয়েকটা ধাপেই এটি তৈরি করা যায়। এই জাদুবর্গে ঘরের সংখ্যা ১৬টি তাই এখানে সংখ্যাও লাগবে ১ থেকে ১৬ পর্যন্ত ১৬টি সংখ্যা। জাদুবর্গটি তৈরি হয়ে গেলে আমরা দেখতে পাব এর যেকোনো কলাম, সারি বা কোনের ৪টি সংখ্যার যোগ ফল হবে ৩৪।
তাহলে আসুন ৫ ধাপে ৫টি ছবি দেখে শিখে ফেলি কি করে ১৬ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি করতে হয়।







তাহলে আজ এই পর্যন্তই, আগামীতে আবারও আরও ভিন্নরকম কোন জাদুবর্গ নিয়ে হাজির হবো আপনাদের সামনে, ততদিন খুব ভালো থাকবেন।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের
ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
No comments:
Post a Comment