সেই আদিকাল থেকে গুহা মানবেরা কর্কশ পাথরের উপরে আঁচড় কেটে নানা চিত্র তৈরি করেছে। তাদের আকা সেই সব অদ্ভুত ছবি এখনো রয়ে গেছে আমাদের সামনে তাদের সময়ের সাক্ষী হিসেবে। তারপর কেটে গেছে শতশত শতাব্দী-সহস্রাব্দ। মানা হাঁটিহাঁটি পা-পা করে আজ উঠে এসেছে সভ্যতার শিখরে। এখন আর তাদের চিত্র কর্মের জন্য ক্যানভাস হিসেবে পাথরকে বেছে নিতে হয়না। অতি উন্নতমানের কাগজে আঁকা হয় আরো উন্নত ছবি। আজকের এই আধুনিক যুগের এই সময়ে বসে কিছু কিছু লোক আবারো ক্যানভাস হিসেবে বেছে নিয়েছেন সেই পাথরকেই। পাথরে আকা সেই সব অদ্ভুত শিল্প কর্মই আজকের এই পোস্টের উপজীব। ১। ২। ৩। ৪। ৫। ৬। ৭। ৮। ৯। ১০। সিরিজের অন্যান্য পর্বগুলি : ১।অদ্ভুত পেনসিল সাপনার চিত্রকর্ম , ২।গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম, ৩।ডিমের খোসায় অদ্ভুত শিল্পকর্ম, ৪।অদ্ভুত বর্ণচিত্র, ৫।অদ্ভুত সাদা স্কসটেপ শিল্পকর্ম, ৬।অদ্ভুত বিস্কুট সিটি, ৭।গাছের পাতায় অদ্ভুত শিল্পকর্ম (২য় অংশ), ৮।অস্ত্রের তৈরি অদ্ভুত শিল্পকর্ম। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
Saturday, January 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
খোব ভাল লাগলো
ReplyDeleteখোব ভাল লাগলো
ReplyDelete