মানুষ এখন নেইতো মানুষ আর
হিংস্র পশুর মতোই হৃদয়হীন
চলার পথে মরলে কেউই, তার
চোখের কোনেও পাইনে জলের চিন্।
ভাতবিনে কেউ মরলে পথের পাশে
মানুষ এখন চায়না ফিরেও কভূ;
গরীব যখন খাবার চাইতে আসে
দয়ার উদয় হয় নাকো তার তবু?
চলতিপথে কাতরালে কেউ পড়ে---
মানুষ এখন হয়না দুঃখে কাতর
পাশ কেটে কয়, ’ওরা কী আর মরে’
মরতে দেখেও হয়না শোকে পাথর!
মানুষ এখন এই জগতের মাঝে
মানুষকে আর মানুষ ভাবছে নাযে?
হিংস্র পশুর মতোই হৃদয়হীন
চলার পথে মরলে কেউই, তার
চোখের কোনেও পাইনে জলের চিন্।
ভাতবিনে কেউ মরলে পথের পাশে
মানুষ এখন চায়না ফিরেও কভূ;
গরীব যখন খাবার চাইতে আসে
দয়ার উদয় হয় নাকো তার তবু?
চলতিপথে কাতরালে কেউ পড়ে---
মানুষ এখন হয়না দুঃখে কাতর
পাশ কেটে কয়, ’ওরা কী আর মরে’
মরতে দেখেও হয়না শোকে পাথর!
মানুষ এখন এই জগতের মাঝে
মানুষকে আর মানুষ ভাবছে নাযে?
No comments:
Post a Comment