প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, January 10, 2012

প্রান্তিক || মনসুর হেলাল

উপেক্ষার নিস্পৃহ তর্জনী
যদি উদ্ধত করো : তবে নির্ঘাত নিষম্ফলা যাবে
সমস্ত কর্ষণ।

শস্যের সপক্ষে থেকে
আমি কিন্তু খুঁজে নেবো মৃত্তিকার ঘ্রাণ।
সুবীর্য উত্থিত হবো উদ্ভিদের বিনম্র প্রণয়ে
প্রেম ও প্রকৃতির নিরঙ্কুশ ঐক্যে
প্রজ্ঞায়িত হবো
উষ্ণায়নে রুক্ষ শুষ্ক মাটির গভীরে।

উপেক্ষার নিস্পৃহ তর্জনী
যদি উদ্ধত করো তবে প্রতিটি প্রান্তিকে তুমি
ভীষণ বিব্রত হবে।
মাটির চাতুর্য আর ফসলের হানাহানি
দারুণ ভোগাবে তোকে
এবং তোমাকে।

সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ