প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, June 14, 2012

আসিফুল হুদা


স্বনামধন্য কার্টুনিস্ট আসিফুল হুদা ১৯৫৬ সালের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা মরহুম এএফএম শামসুল হুদা, মা মরহুম হাজেরা বেগম। পৈতৃক নিবাস নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দীতে। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে শিক্ষা গ্রহণ শেষে কার্টুন আঁকায় আত্মনিয়োগ করেন। অদ্যাবধি পেশাদারী কার্টুনিস্ট হিসেবে এঁকেছেন দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে। ফিচার, গ্যাগ, স্ট্রিপ, বিজ্ঞাপনী, পকেট ও সম্পাদকীয় কার্টুন এঁকে যাচ্ছেন অদ্যাবধি। একজন কার্টুনিস্টের হাতে অনেক ধরনের কার্টুনের প্রকাশ অনেকটা বিরল। তার আঁকা কার্টুনের সংখ্যা ৬ হাজারেরও অধিক। বহুমাত্রিকতা ও সংখ্যাধিক্য বিবেচনায় তিনি এখন অগ্রগণ্য কার্টুনিস্ট। তার বিগত ৩০ বছরের অবিরাম কার্টুন আঁকা তাকে এবং কার্টুন নামক বিষয়টিকে পাঠক সমাজের কাছে বিশেষ গুরুত্ব ও মর্যাদার আসন এনে দিয়েছে। কার্টুনকে জনপ্রিয় করে তুলতে তার বিরামহীন অবদান অনস্বীকার্য। 

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ