প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, January 28, 2011

ফোল্ডারের বেকগ্রাউন্ড পরিবর্তন করুন

আজ আমি আপনাদের একটি সফটওয়্যার নিয়ে কথা বলব।এর নাম Windows paper XPএ মাধ্যমে আপনি আপনার পিসির বিভিন্ন ফোল্ডারের টেক্সট কালার,বেকগ্রাউন্ড কালার, বেকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন।এতে আপনার ফোল্ডারগুলো দেখতে আরো আকরসনীয় হবে।প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।তারপর এটি ইনিস্টল করুন।প্রথমে Select Folder এ ক্লিক করে কোন ফোল্ডারটির পরিবর্তন চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।এবার যদি ফোল্ডারটির বেকগ্রাউন্ডে কোনো ইমেজ দেখতে চান তাহলে Change Image এ ক্লিক করে কোন ইমেজ চান সেটি সিলেক্ট করুন।এবার Text color পরিবর্তন করতে চাইলে Change Text Color এ ক্লিক করে Color সিলেক্ট করন।তারপর Exit এ ক্লিক করে বের হয়ে আসুন।
ফোল্ডারটি খুলে দেখুন কাঙ্খিত পরিবর্তন এসেছে কিনা।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ