প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, January 3, 2011

গল্পের সিঁড়ি ধরে by আবু মকসুদ

মাথার উপর আকাশ টাঙিয়ে গল্প শুনায়
দুলন্ত শব্দেরা, গল্পের পথ ধরে গুটিকয়
শিউলি লতা চলে যায় সোনাঝুরি গ্রামে।
ক্ষয়কাল শেষে ফিরে আসে পাটভাঙা
জামদানি শাড়ি, বুনোপাখি উল্লাসে ঝাপটায়
গল্পের ডালপালা বৈচিত্রে ভরপুর, উর্ধ্বে আরোহণ
কালে মেঘালয় ঘাটতে ঘাটতে রোদও কুড়িয়ে নেয়
গল্পের বাড়িগুলো জলধোয়া শব্দোৎসবে মাতোয়ারা
আকাশের আয়নায় নিজস্বমুখ দেখে উদ্বেলিত গল্পেরা
সাফল্যের সূর্যছুঁয়ে বৃষ্টির নির্যাস ছড়ায়
গল্পের মুগ্ধতায় বেরিয়ে পড়ি ব্রহ্মাণ্ড সফরে
হাতের নাগালে পৃথিবী, মন্ত্রের নিয়মে জন্মদাগ
পাঠ করে জানি কিছুই হারায়নি। আমারই বুকের
খাঁজে খুঁটি গেড়ে বসেছিলো দারুণ এক স্বর্ণণচাঁপা
তার হাতেই বাঁধা আছে আমার ভূতভবিষ্যৎ।
আমার আত্নসমর্পণে লজ্জা নাই, হরিণবনে

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ