প্রিয় পাঠক লক্ষ্য করুন

Saturday, January 1, 2011

তুমি আমার

ছবি : ইন্টারনেট

তুমি আমার মন নদীতে
ঘোলা করা জল
তুমি আমার অবুঝ মনে
শান্ত কোলাহল।

তুমি আমার তপ্ত বুকে
শীতল তরুর ছায়া
তুমি আমার মনের বনে
জুঁই, জামেলী, বকুল।
তুমি আমর, উষ্ঞ নয়নে
একটা প্রাণের মায়া
তাইতো আমার মাঝে আছে
তোমার প্রেমের ছায়া।

তুমি আমার চলার পথের
ফোটা গোলপ ফুল
তুমি আমর নীরব চাওয়া
রাতের সাদা ফুল। 

০২/০১/২০১১

6 comments:

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ