ছবি : ইন্টারনেট |
তুমি আমার মন নদীতে
ঘোলা করা জল
তুমি আমার অবুঝ মনে
শান্ত কোলাহল।
তুমি আমার তপ্ত বুকে
শীতল তরুর ছায়া
তুমি আমার মনের বনে
জুঁই, জামেলী, বকুল।
একটা প্রাণের মায়া
তাইতো আমার মাঝে আছে
তোমার প্রেমের ছায়া।
তুমি আমার চলার পথের
ফোটা গোলপ ফুল
তুমি আমর নীরব চাওয়া
রাতের সাদা ফুল।
০২/০১/২০১১
Excellent khub vhalo legese, creative.
ReplyDeleteThanks @ Car in Bangladesh
ReplyDeleteNice collection, Thank you for sharing.
ReplyDeleteAll the best.
Thank you Pamela Anderson.
ReplyDeleteanekdin por ekta darun kobita porchi... thanks to poet.
ReplyDeleteThank you Asraful.
ReplyDelete