জলের ভেতরে মাছ, মাছের ভেতরে নদী
জল কি ইলিশ?
ঘড়ার ভেতরে জল, পৃথিবীর তিন ভাগ
শরীরে সতস্ত আয়ু জলে ঢাকা
আমি সেই জলে ভাসমান নদী, নদীতে আকণ্ঠ জল
নৌকার ছইয়ের ভেতর জলচোখ
পাটাতনে জলের আওয়াজ
এইসব জল নিয়ে জল টলমন আমি যদি
মাছ হই, যদি সে ইলিশ
লোনা জল ছেড়ে আসি তোমাদের দেশে
অথবা ইলিশ নই, মেঘ হয়ে বিকেলে বৃষ্টির দেশে।
জল কি ইলিশ?
ঘড়ার ভেতরে জল, পৃথিবীর তিন ভাগ
শরীরে সতস্ত আয়ু জলে ঢাকা
আমি সেই জলে ভাসমান নদী, নদীতে আকণ্ঠ জল
নৌকার ছইয়ের ভেতর জলচোখ
পাটাতনে জলের আওয়াজ
এইসব জল নিয়ে জল টলমন আমি যদি
মাছ হই, যদি সে ইলিশ
লোনা জল ছেড়ে আসি তোমাদের দেশে
অথবা ইলিশ নই, মেঘ হয়ে বিকেলে বৃষ্টির দেশে।
No comments:
Post a Comment