প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, January 28, 2011

জল টলমল by মোহাম্মদ সাদিক

 জলের ভেতরে মাছ, মাছের ভেতরে নদী

      জল কি ইলিশ?

      ঘড়ার ভেতরে জল, পৃথিবীর তিন ভাগ

      শরীরে সতস্ত আয়ু জলে ঢাকা

      আমি সেই জলে ভাসমান নদী, নদীতে আকণ্ঠ জল

      নৌকার ছইয়ের ভেতর জলচোখ

      পাটাতনে জলের আওয়াজ

      এইসব জল নিয়ে জল টলমন আমি যদি

      মাছ হই, যদি সে ইলিশ

      লোনা জল ছেড়ে আসি তোমাদের দেশে

      অথবা ইলিশ নই, মেঘ হয়ে বিকেলে বৃষ্টির দেশে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ