প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, April 30, 2012

আজ স্বাধীনতার চল্লিশটি বছর | এস. এম. মতিউল হাসান

আজ স্বাধীনতার চল্লিশটি বছর
অথচ আজ ও কেউ পাইনি
স্বাধীনতার স্বাদ,
সবাই শোনে স্বাধীনতার এইদেশ
মুক্ত আকাশ মুক্ত বাতাস
স্বাধীন করেছে কে এই দেশ।

স্বাধীন মানে তো নয়
এখনো মুখ বুজে সইবে বারবার
বন্দি ছিল দেশের মানুষ
শোষণ আর জুলুমের কাছে
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
স্বাধীন করেছিলাম দেশ।

আজ স্বাধীনতার চল্লিশটি বছর
এক মুঠো অন্নের আশায়
এখনো ঘুমাই রাতে উপোস থেকে
তাহলে কোথায় আমার স্বাধীনতা
আর কেনই বা স্বাধীন
হয়েছিল এই দেশ।

ভেঙেছি দাবানল এনেছি স্বাধীনতা
তবু ও মোরা কি পেলাম
করেছে যুদ্ধ দিয়েছে প্রাণ
তার পর হয়েছে স্বাধীনতা
তাইতো আজ গাই মোরা
স্বাধীনতার গান।

মরেছে মানুষ কত যে লাখে লাখ
হিংস্র হায়েনার থাবায়
চেয়েছিল সব নেবে লুটেপুটে
ধংস করে দেবে এক নিমিষে
আমরা বাংলার দামাল ছেলে
রুখতে পেরেছি সব
ঘর থেকে বেরিয়েছি রুখতে তাদের
নির্ভয়ে মোরা নও জোয়ান
তবু মোরা কি পেলাম
এতটা বছর পর।

মা বোনের ইজ্জত নিয়েছিলো কেড়ে
তবু ও করেছি স্বাধীন এদেশ
দু হাত পেতে পাইনি স্বাধীনতা
রক্তের বিনিময় মোদের স্বাধীনতা
করেছে যারা স্বাধীন এদেশ
কারো কি আছে জানা।

যারা জীবন যুদ্ধে বাজি রেখে
ঝাপিয়ে পড়েছিল অস্ত্র হাতে
আজ কেউ রাখে না খবর তাদের
তাহলে কি পেলাম স্বাধীন করে এদেশ
এখনো তারা ঘুমায় ফুটপাতে
একবেলা খায় দু বেলা উপোস থাকে
নেইতো তাদের দাম।

করেছি স্বাধীন তবু এই দেশ
কোথায় স্বাধীনতার মান
আজ স্বাধীনতার চল্লিশটি বছর
অথচ আজ ও কেউ পাইনি
স্বাধীনতার স্বাদ।
http://www.sonarbangladesh.com/articles/SMMotiulHasan

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ