তুমি নেতা আমি নেতা সবাই দেশের নেতা বুক ফুলিয়ে সবাই বলি করবো এটা করবো সেটা নেতা আমি নেতা। তুমি নেতা আমি নেতা গায়ে ছেড়া জামা মঞ্চে গিয়ে দু হাত তুলে বলি সবাই নেতা দেশের জন্য প্রাণ দেব আমি মহারাজা। মন্ত্রী নেতা এমপি নেতা সবাই বলে নেতা সাক্ষী রাখে গরীব দুখী গায়ে ছেড়া জামা ভাত দেব অন্ন দেব হই যদি নেতা। আহাজারি রাহাজানি করছে বলো কারা যারা আছে নেতা রক্ত নিয়ে খেলা করে আমার তোমার নেতা। মরছে বলো কারা গরীব দুখী মরছে তবু নাই যে তাদের ব্যথা তবু তারা নেতা। | |
http://www.sonarbangladesh.com/articles/SMMotiulHasan | |
Monday, April 30, 2012
নেতা | এস. এম. মতিউল হাসান
Labels:
এস. এম. মতিউল হাসান,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment