প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, April 30, 2012

যৌতুক | এস. এম. মতিউল হাসান

যৌতুক ছাড়া হয়না বিয়ে
এখন সমাজটাতে
মোদের এখন সমাজ এমন
যৌতুক ঘরে ঘরে।

গরীব দুখী যত আছে
এ সমাজে ভাই
যৌতুক ছাড়া হয়না বিয়ে
তারা কোথায় পাবে ঠাই।

বিয়ের আগে ও যদি কেহ
না চায় বাড়ি গাড়ি
বিয়ের পরে দাবি করে
সোনা দানা কড়ি।

যৌতুক এখন সমাজটাতে
ঘুরছে ঘুর্নিপাকে
যৌতুক ছাড়া হয়না সাধন
হয়না পূর্ণ সাধক।

হাসি খুশি সংসারটাতে
নামে দুখের ছায়া
যৌতুক যদি নাহি পারে
দিতে মেয়ের বাবা।

শাশুড়ি বলে ননদ বলে
বলে ঘরের সবাই
যৌতুক ছাড়া হয়না বিয়ে
যৌতুক ছেলের কোথায়।

মারে লাথি করে আঘাত
করে টর্চারিং
যৌতুক দিলে পাবি রেহাই
থাকবি ঘরে সুখে।

যৌতুক যেন সমাজটাতে
একটি জটিল অভিশাপ
আসুন আমারা সবাই মিলে
যৌতুক প্রতিবাদ জানাই।

জামাই বাবু হয় যে জল্লাদ
না পেয়ে মটর সাইকেল
ঘুমের ঘোরে এসিড মারে
হযনা তবু বিচার তাদের।

আসুন সবাই প্রতিবাদ জানাই
একটি শ্লোগান তুলে
যৌতুক মোরা নেব না কেহ
পাল্টে দেব সমাজ এখন।
http://www.sonarbangladesh.com/articles/SMMotiulHasan

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ