প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, November 17, 2011

ভুলে যাওয়ার খেসারত

অনেক সময় প্রয়োজনীয় জিনিসটা কোথায় রেখেছি তা আমরা ভুলে যাই। যত্ন করে রাখার পরও মনে করতে পারি না, কোথায় রেখেছি। নিউইয়র্কের বাসিন্দা চার্লস পেটরেসক তার গাড়িটি কোথায় পার্ক করেছিলেন, তা বেমালুম ভুলে গিয়েছিলেন। তার ফলে তাকে যথেষ্ট খেসারত দিতে হয়েছে।
নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য ৩৪ বছরের চার্লস পেটরেসক তাড়াতাড়ি তার গাড়িটি ম্যানহাটনের একটি গ্যারেজে পার্ক করেন। আয়োজকদের বাসে ওঠার আগে পকেটে গাড়ির চাবি আর ৪০ ডলার নিয়ে যায়। কিন' পার্কিং টিকিটটি গাড়িতেই রেখে যায়। আর সমস্যার শুরু হয় এখান থেকেই। দৌড় প্রতিযোগিতা শেষ করে পেটরেসক যখন ব্রিয়ান্ট পার্কে আসেন তখন মনে করতে পারেন না, গাড়িটি কোথায় পার্ক করেছিলেন। এলোমেলো ঘুরতে দেখে পুলিশ জিজ্ঞেস করে জানতে পারে তার সমস্যার কথা। এরপর পেটরেসকের স্ত্রীকে ফোন করলে সাথে করে নিয়ে যায় স্বামীকে। কোনোভাবেই যখন মনে করতে পারছিলেন না তখন সিমুসা নামে একটি কোম্পানিকে জানায়, কোম্পানিটি দু’দিন পর হারিয়ে যাওয়া গাড়িটির সন্ধান দেয়। সূত্র : ইউপিআই।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ