জোনাকী অনলাইন লাইব্রেরীর ১ম বর্ষপূর্তি ও আনুষ্ঠানিক পথ চলায় সকল লেখক, পাঠক ও শুভাকাংখীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত বছরের এই দিনে পরীামূলক পথ চলা শুরু করেছিল জোনাকী। সেই থেকে একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অনলাইন লাইব্রেরীতে। এই এক বছরের পথ চলায় যেমনি পেয়েছি সমালোচনা- তেমনি উৎসাহও। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে সকল বাঁধাকে উপক্রম করে এপর্যন্ত আসতে পেরেছি। এছাড়াও প্রথম থেকে যারা আমাকে যথেষ্ট উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। যাঁদের কথা না বললেই নয়, যাদেরকে আমি সবসময় এ নিয়ে বিরক্ত করেছি, তাদেরই মধ্যে- নিজাম কুতুবী, সারোয়ার সোহেন, তাজুল ইসলাম সরকার, তারেক হাসান, আবদুর রহমান, মধু, নাছির উদ্দিন সুমন ও শারমিন পড়শিকে এই মুহুর্তে খুব মনে পড়ছে। এছাড়া যারা বিভিন্ন সময়ে জোনাকী সম্পর্কে মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাইটে লিংক শেয়ার করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সাহিত্যের সংগ্রহশালা বানানোর চিন্তা থেকে জোনাকীর সৃষ্টি। বিভিন্ন ব্লগ, সংবাদপত্র ও সাইট থেকে লেখকদের চিন্তাধারাকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। এখানে যেমন নজরুল- রবীন্দ্রনাথের মত খ্যাতিমানদের সৃষ্ট লেখা আছে, তেমনি আছে অখ্যাত কবি লেখকদের সাহিত্য কর্মও। সমান গুরুত্ব দেওয়া হয়েছে উভয়কে।
অনিচ্ছাকৃত কিছু লেখার সাথে লেখকের নাম দিতে পারিনি এজন্য মা প্রার্থী। কারো জানা থাকলে জানিয়ে সহযোগিতা করতে পারেন। জোনাকী’র লিংক বন্ধুদের সাথে শেয়ার করেও আমাদের সহযোগিতা করতে পারেন। মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টার মধ্যে যত ভাল আছে তা কবুল করুন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনায়...
ধন্যবাদসহ
জহির রহমান
প্রতিষ্ঠাতা
জোনাকী
গত বছরের এই দিনে পরীামূলক পথ চলা শুরু করেছিল জোনাকী। সেই থেকে একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অনলাইন লাইব্রেরীতে। এই এক বছরের পথ চলায় যেমনি পেয়েছি সমালোচনা- তেমনি উৎসাহও। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে সকল বাঁধাকে উপক্রম করে এপর্যন্ত আসতে পেরেছি। এছাড়াও প্রথম থেকে যারা আমাকে যথেষ্ট উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। যাঁদের কথা না বললেই নয়, যাদেরকে আমি সবসময় এ নিয়ে বিরক্ত করেছি, তাদেরই মধ্যে- নিজাম কুতুবী, সারোয়ার সোহেন, তাজুল ইসলাম সরকার, তারেক হাসান, আবদুর রহমান, মধু, নাছির উদ্দিন সুমন ও শারমিন পড়শিকে এই মুহুর্তে খুব মনে পড়ছে। এছাড়া যারা বিভিন্ন সময়ে জোনাকী সম্পর্কে মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাইটে লিংক শেয়ার করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সাহিত্যের সংগ্রহশালা বানানোর চিন্তা থেকে জোনাকীর সৃষ্টি। বিভিন্ন ব্লগ, সংবাদপত্র ও সাইট থেকে লেখকদের চিন্তাধারাকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। এখানে যেমন নজরুল- রবীন্দ্রনাথের মত খ্যাতিমানদের সৃষ্ট লেখা আছে, তেমনি আছে অখ্যাত কবি লেখকদের সাহিত্য কর্মও। সমান গুরুত্ব দেওয়া হয়েছে উভয়কে।
অনিচ্ছাকৃত কিছু লেখার সাথে লেখকের নাম দিতে পারিনি এজন্য মা প্রার্থী। কারো জানা থাকলে জানিয়ে সহযোগিতা করতে পারেন। জোনাকী’র লিংক বন্ধুদের সাথে শেয়ার করেও আমাদের সহযোগিতা করতে পারেন। মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টার মধ্যে যত ভাল আছে তা কবুল করুন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনায়...
ধন্যবাদসহ
জহির রহমান
প্রতিষ্ঠাতা
জোনাকী
জোনাকীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
ReplyDelete