এই মধ্য বয়সে মুঞ্জিলার হাত ধরে
হেঁটে চলি সমুদ্রসৈকত, কুতুবমিনার
দিল্লি, আগ্রা, তাজমহল
বাবুই ভালোবাসার নীড় বাংলাদেশ।
সর্পজিহ্বায় মিষ্টি রঙের লালা
গড়িয়ে যেতে দেখি
আঁধার থেকে আলোতে।
আলোতে আলোর বাতি জ্বলে নীল, লাল।
লাল রঙ আমার প্রিয়
লালে লাল লাল গোলাপ মুঞ্জিলার হাসি।
হাসতে পারি না কিশোরের মতো
মতির হার পরাতে পারি না প্রিয়াকে
জোড়া চোখে অশ্রুফোঁটা
তবুও হেঁটে চলি দু’জন দিগন্তের পথে।
সূত্র : আমার দেশ
হেঁটে চলি সমুদ্রসৈকত, কুতুবমিনার
দিল্লি, আগ্রা, তাজমহল
বাবুই ভালোবাসার নীড় বাংলাদেশ।
সর্পজিহ্বায় মিষ্টি রঙের লালা
গড়িয়ে যেতে দেখি
আঁধার থেকে আলোতে।
আলোতে আলোর বাতি জ্বলে নীল, লাল।
লাল রঙ আমার প্রিয়
লালে লাল লাল গোলাপ মুঞ্জিলার হাসি।
হাসতে পারি না কিশোরের মতো
মতির হার পরাতে পারি না প্রিয়াকে
জোড়া চোখে অশ্রুফোঁটা
তবুও হেঁটে চলি দু’জন দিগন্তের পথে।
সূত্র : আমার দেশ
No comments:
Post a Comment