প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, November 4, 2011

স্মৃতির আয়নাঘর || জাকির আবু জাফর

সবার বুকে স্মৃতির গোলা থাকে
গোপন স্মৃতি হঠাত্ পিছু ডাকে
স্মৃতির ডাকে আনমনা হয় সব
মনের ভেতর স্মৃতির কলরব

কোথায় কখন কি ঝরেছে তার
ফেলে আসা দিনটি চমত্কার
মনের ভেতর ফোটে সেসব দিন
স্মৃতি আরও বাড়ায় অতীত ঋণ

একলা হলেই জাগে স্মৃতির হাত
ঘুম তাড়িয়ে খেলে সারারাত
কিংবা দুপুর কিংবা বিকেল ভর
মন হয়ে যায় স্মৃতির আয়নাঘর

অতীত তখন ঘোরের মায়াজাল
আজ হয়ে যায় স্মৃতির গতকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ