প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, November 18, 2011

হিম হিম মাঝ রাতে | জহির রহমান

জহির রহমান

ঘড়ির কাটা এখন মাঝ রাতে
সবাই ঘুমাচ্ছে লেপের উষ্ণতায়
আমার চোখে ঘুম নেই
হিম হিম মাঝ রাতে।
জোসনা মাখা সবুজ বন
জোনাকীর উড়াউড়ি আর-
দূরের আকাশে নিপ্তি
জ্বলে থাকা মিটি মিটি তারা।
এই হিম শীতেও আমি নির্বিকার
কোন উষ্ণতাতেই আমার রুচি নেই!
অদূরে দাঁড়িয়ে জারুল গাছ
আমার মতই জেগে
ডালে বাসা বাঁধা পাখিটিও জেগে ;
কুয়াশায় ভিজে জারুলের ডাল মাড়িয়ে
গড়িয়ে পড়ছে অশ্র" ফোটা
তবে কি ছেড়ে গেছো গাছটিকেও
যেভাবে ছেড়ে গেছো আমায়!
১১/১১/২০১১ইং

1 comment:

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ