"একটি নৌকা, কয়েকটি ছবি" পোস্টেই জানিয়েছি এই বর্ষায় বেশ কয়েকবারই বেড়াতে বেরিয়েছিলাম জল-ভ্রমণে। ইঞ্জিন চালিতো নৌক নিয়ে দুপুরের পর বেরিয়ে রাত পর্যন্ত ঘুরে বেরিয়েছি জলের উপর। বেরাইদ থেকে শুরু করে ইসাপুরা হয়ে বালুনদী দিয়ে সেই শীতলক্ষ্যা পর্যন্ত ঘুরে বেড়িয়েছি। দেখেছি বর্ষার জলে হাঁসের দলের অলস ভ্রমণ, জেলেদের মাছ ধরা আর নৌকো করে পারাপারের দৃশ্য। অসংখ্য ছবি তুলেছি প্রতিবারই, দৃষ্টিনন্দন হয়নি যার কোনোটাই। সেই অসংখ্য ছবি থেকে আজ একটি চিলের কয়েকটি ছবি শেয়ার করালাম।
১।
২।
৩।
৪।
৫।
৬।
পথের হদিস : প্রথমে ঢাকার যেকোনো স্থান থেকে উত্তর বাড্ডা বাজারে চলে আসুন, এখান থেকে বেরাইদের গাড়িতে উঠে পড়ুন। বেরাইদে নেমে হেঁটে বা রিক্সা নিয়ে চলে যাবেন খেয়া ঘাটে। সারা বিকেলের জন্য একটা বোট ভাড়া করুন ৮০০ থেকে ১২০০ টাকায়। এবার বেরাইদ থেকে শুরু করে ইসাপুরা হয়ে বালুনদী দিয়ে সেই শীতলক্ষ্যা পর্যন্ত ঘুরে বেড়িয়ে আসুন।
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
১।
২।
৩।
৪।
৫।
৬।
পথের হদিস : প্রথমে ঢাকার যেকোনো স্থান থেকে উত্তর বাড্ডা বাজারে চলে আসুন, এখান থেকে বেরাইদের গাড়িতে উঠে পড়ুন। বেরাইদে নেমে হেঁটে বা রিক্সা নিয়ে চলে যাবেন খেয়া ঘাটে। সারা বিকেলের জন্য একটা বোট ভাড়া করুন ৮০০ থেকে ১২০০ টাকায়। এবার বেরাইদ থেকে শুরু করে ইসাপুরা হয়ে বালুনদী দিয়ে সেই শীতলক্ষ্যা পর্যন্ত ঘুরে বেড়িয়ে আসুন।
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
No comments:
Post a Comment