প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, May 3, 2011

মন মাখানো ।। সুমন সোহরাব

তুমি খোঁজ সুর আর তান,
তারপরও বুঝেছিলে শব্দেরা ম্লান।
তুমি কর অন্নের দান,
সুকেছকি ফসলের ঘ্রাণ ??
কোন খানে, শহরে মিছিলে
কতভীরে তারে খুঁজে ছিলে ?
কী আগুনে এই যে ফাগুনে
কার রঙ এনে কারে দিলে ?
কার সাথে কথা বলে ছিলে
পরিচয় তার সব জানো ?
তার সব নিশ্বাসে, পথে পথ
পথে পথে ধুলোবালি মেখে, কতদূরে গিয়েছে সে
আরো কিছু বিশ্বাসে সেই সব মানো ?
তখনই কি, মনে মনে এই কথাটিই মনে হলও
সব মন কি আজব ! মন তার এত সব জানে নাতো
শুধু জানে এই মন, সব মন, মনে মন ...
মনতার, মনে মনে, কত রঙে, মন মাখানো ! 


সূত্র: নতুন দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ