মা যে আমার ভালোবাসা
মা যে আমার প্রাণ
মায়ের প্রতি রইল আমার
হাজারো সালাম।
আমি যখন বাহিরে থাকি
মা থাকে পথ চেয়ে
মা যে অনেক সুখি হয়
আমি ফিরলে ঘরে।
আমি যখন সফল হই
মা হয় খুব খুশি
মায়ের দোয়া সাথেই থাকে
এই যে আমার পুঁজি।
আমার যখন অসুখ করে
মা থাকে পাশে বসে
রাত জেগে মা পাহারা দেয়
ঘুম থাকেনা তার চোখে।
মায়ের কাছে শিখেছি আমি
প্রথম বর্ণমালা
মা যে আমার অমূল্য ধন
হিরা-মতির মালা।
মায়ের দামী ভালোবাসা
ভুলিবার নয় কভু
মাকে তুমি ভালো রেখো
ওগো মোর প্রভূ।
মে ৮, ২০১১
মা যে আমার প্রাণ
মায়ের প্রতি রইল আমার
হাজারো সালাম।
আমি যখন বাহিরে থাকি
মা থাকে পথ চেয়ে
মা যে অনেক সুখি হয়
আমি ফিরলে ঘরে।
আমি যখন সফল হই
মা হয় খুব খুশি
মায়ের দোয়া সাথেই থাকে
এই যে আমার পুঁজি।
আমার যখন অসুখ করে
মা থাকে পাশে বসে
রাত জেগে মা পাহারা দেয়
ঘুম থাকেনা তার চোখে।
মায়ের কাছে শিখেছি আমি
প্রথম বর্ণমালা
মা যে আমার অমূল্য ধন
হিরা-মতির মালা।
মায়ের দামী ভালোবাসা
ভুলিবার নয় কভু
মাকে তুমি ভালো রেখো
ওগো মোর প্রভূ।
মে ৮, ২০১১
No comments:
Post a Comment