হারাল সূর্য, এলো অন্ধকার,
গগনে শুনি উন্মত্ত চিৎকার।
ঈশান কোনে জমেছে মেঘ,
করতে সর্বনাশ
উঠেছে বাতাস
প্রবল তার বেগ।
এ কাল বৈশাখী ঝড়,
নিমিষে সব করল নড়বর।
থেমে গেল দুরন্ত যৌবন মতি,
ঠিক যখন
ভারী বর্ষণ
শান্ত হল প্রকৃতি।
চারপাশ বিধ্বস্ত ম্লান
লীলার ঘটল অবসান।
সূত্র : নতুন দেশ
গগনে শুনি উন্মত্ত চিৎকার।
ঈশান কোনে জমেছে মেঘ,
করতে সর্বনাশ
উঠেছে বাতাস
প্রবল তার বেগ।
এ কাল বৈশাখী ঝড়,
নিমিষে সব করল নড়বর।
থেমে গেল দুরন্ত যৌবন মতি,
ঠিক যখন
ভারী বর্ষণ
শান্ত হল প্রকৃতি।
চারপাশ বিধ্বস্ত ম্লান
লীলার ঘটল অবসান।
সূত্র : নতুন দেশ
No comments:
Post a Comment