প্রিয় পাঠক লক্ষ্য করুন

Friday, July 1, 2011

জোনাক পোকার ভিড়ে ।। সজীব আহমেদ

যাচ্ছ একলা হেঁটে দূরে
ফিরবে ইচ্ছা মতো ঘুরে।
পথে পাও যদি তার দেখা
আছে যে ছেলেটি একা।

গেছে বাড়ির রাস্তা ভুলে
তাকে নিয়ো কোলে তুলে।
তোমার কোলে নরম গদি
কেঁদে দেয় ভিজিয়ে যদি।

তবু তাকেই ভালোবেসো।
পারলে একটুখানি হেসো।
দেখবে কান্না গেছে থেমে
পরি আসবে তখন নেমে।

নেমেই দেবে ফুলের তোড়া
দেবে আরও সোনার ঘোড়া
হঠাৎ হবে উধাও পরি।
ভাববে একটু তাকে ধরি।

আমি যা বলেছি ঠিকই
দেখে তারার ঝিকিমিকি
তুমি এসো বাড়ি ফিরে
লাখো জোনাক পোকার ভিড়ে।

সূত্র : প্রথম আলো

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ