বর্ষার মৌসুম—
অবিরত ঝড়ের ইঙ্গিত
বৃষ্টিরা জলকেলি খেলায় ছেয়ে যাবে তৃষিত ভুবন;
কিন্তু না, যা হচ্ছে তা কেবল উন্মাতাল ধূলিঝড়!
জাতির ভাগ্যাকাশের নক্ষত্রগুলো
একটা একটা করে খসে পড়ছে জমিনে
জমিনকেও করে তুলছে বিষাক্ত।
আর স্বপ্নগুলো?
সে তো লাশ হয়ে ঝুলে আছে বেলকুনিতে
এখন বর্ষার মৌসুম—
তবু চৈত্রের খরা লেগেছে জাতির কপালে
উন্মাদের মতো বলারও অবকাশ নেই
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই
এই তামাটে পৃথিবীর বুক থেকে
দুর্নীতির দুর্যোগ থেকে।
কেউ কি দিবে না আমায় মুক্তি?
কেন মুক্তি চাই বোঝ না?
তুমি কি ঝড়ের তাণ্ডবতা দেখ না?
দেখ না লাশে লাশে সয়লাব
বাংলা মায়ের বক্ষে কত উত্পাত
আর কত দুর্যোগের ঘনঘটা?
ভালোবাসার প্রকৃত সন্তান আজ
শেকল বন্দি বলে-বাংলামায়ের শরীর
খুবলে খাচ্ছে পাষণ্ড হায়েনার দল,
জেগে ওঠো আরেকবার মুক্তিযুদ্ধের ন্যায়
আরেকবার ঐক্যের ভীত গড়ো পাহাড়সম।
সূত্র : আমার দেশ
Monday, July 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment