প্রিয় পাঠক লক্ষ্য করুন

Monday, July 11, 2011

অপরিচিতা ।। এনামুল হায়াত

তুমি কি শাতিল আরব
নাকি সেই দ্বীপের জল,
না না তা কেন হবে
তুমি সকালের নরম ঘাসে শিশির টলমল।
তুমি নজরুলের কবিতায় গুবাক তরু
নিশীথ জাগার সাথী,
জীবনানন্দের ছন্দ ছাড়া কবিতায়
রূপসী বাংলার ছবি।
তুমি পূর্ণিমায় ঝরানো জ্যোত্স্না
যেন বা স্বর্গের অপ্সরী,
হতে পার তুমি জুঁই চামেলী চাঁপা
অথবা নীল অপরাজিতার পাপড়ি।
আমি ও কি হবো না ওই নীল পুষ্প
নইলে বা তার বৃন্তের কাঁটা,
ঋতুরাজ তাই দিয়ে যাবে দোল
আলাপন হবে নিরিবিলি আধো আধো বোল। 


সূত্র : আমার দেশ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ