সেদিন-
চাঁদ যে আনন্দে হেসেছিল
ফুলেরা আনন্দে নেচেছিল
হাস্নাহেনা ঘ্রাণ ছড়িয়েছে
রজনী পেরিয়ে ক্রমাগত।
বলেছিল থামবেনা জনমে
সুবাস ছড়াবে অনাগত।
তাই, পাখিরা ঠাঁই নিয়েছে বনে
সুরেলা গানের ডালি নিয়ে মনে।
আজতো-
চাঁদের ফুলগুলো হারিয়েছে অজানায়
সুরেলা পাখিরা যে বিরহের গান গায়।
হাস্নাহেনা রাখেনি কথা
খুঁজি তারে আশপাশ
চাঁদের মাঝে শুধুই আজ
ক্যাকটাসের উল্লাস।
Friday, July 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment