উথাল পাতাল ঢেউয়ের তালে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ,
বিলের পানি ঘোলা করে
ডাকছে কোলা ব্যাঙ।
ঢেউয়ের তালে নৌকা চলে
ভাটিয়ালী সুরে,
আঁচড়ে পড়া ঢেউয়ের টানে
হৃদয় পাগল করে।
নীলাকাশে মেঘের সারি
বিজলী হাসি ছড়ায়,
থেমে থেমে শেয়াল হাঁকে
মন বসেনা পড়ায়।
১৫ জুন, ২০১১
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ,
বিলের পানি ঘোলা করে
ডাকছে কোলা ব্যাঙ।
ঢেউয়ের তালে নৌকা চলে
ভাটিয়ালী সুরে,
আঁচড়ে পড়া ঢেউয়ের টানে
হৃদয় পাগল করে।
নীলাকাশে মেঘের সারি
বিজলী হাসি ছড়ায়,
থেমে থেমে শেয়াল হাঁকে
মন বসেনা পড়ায়।
১৫ জুন, ২০১১
No comments:
Post a Comment