প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, July 18, 2012

মেয়ে তুমি বিশ্বাস করোনা কাউকে | মোঃ তাজুল ইসলাম সরকার



মেয়ে তুমি সাবধান হও
বিশ্বাস করোনা কাউকে
পিতৃতুল্য শিক্ষক
কিংবা মাতৃতুল্য শিক্ষিকা
ভাইতুল্য কাজিন
বোনতুল্য কোন আপা
জান তুল্য তোমার প্রেমিককে ।

এরা সবাই মুখোশধারী কেউ হায়েনা
কেউ বা চতুর শেয়াল
কেউ তোমাকে খাবলে খাবে
আবার কেউ তোমাকে হাযেনার খাবার যোগাবে ।
মেয়ে তুমি বিশ্বাস করোনা কাউকে।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ