প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, July 26, 2012

বৃষ্টির ছড়া | ওয়াসিফ -এ-খোদা

চড়-থাপ্পড়? লাঠির বাড়ি?
কিংবা খেলো গাল?
তাই কি আকাশ আঁধার এমন
কালো মেঘের কাল!

বৃষ্টি এলে পাড়ার মাঠে
দুষ্টুগুলো খেলবে,
ঘোর বর্ষায় আনন্দিত
ময়ূর পেখম মেলবে।

০২.

বৃষ্টি নামছে নামুক
দাপিয়ে উঠোন চাতাল_
মাথাল মাথায় কৃষক
মাটির গন্ধে মাতাল।

উড়ূক বালাই খরা
শুচি সি্নগ্ধ ধরা
সোনা ধানের স্বপ্নে
ভাবনা আকাশ-পাতাল।

সূত্র : সমকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ