প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, July 26, 2012

বৃষ্টি মেয়ে | অদ্বৈত মারুত

মেঘ,
দূরের দেশে
থেকে ভেসে
আসে হেসে
নেচে নেচে
হাওয়া দিলে
বেগ।

০২.

ঢাক গুড় গুড়
ঢাক গুড় গুড়
ঢাক,
মেঘের ভীষণ
রাগ!
মা বুঝি আজ
দেয়নি খেতে
পাট কলমির
শাক!

০৩.

মেঘের নাকি
বৃষ্টি মেয়ে
বৃষ্টি মানে জল
কাঁদলে আহা!
চুপ হয়ে যায়
মাঠের দূর্বাদল।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ