প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, July 26, 2012

বর্ষার যাত্রী | নাসির আহমেদ


বর্ষার ঝরঝর ঝরছে
ব্যাঙরাও সুর বেশ ধরছে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ বাজনা
আকাশ পরেছে কী যে সাজ না!

কালো মেঘ গুরুগুরু ডাকছে
আলোর ঝিলিক ছবি আঁকছে
কালো আর সোনালির সাজ কী
শিখে গেছে আকাশের বাজ কি!

বাগানের গাছেরাও ঝিরঝির
বৃষ্টিতে সুর তোলে শিরশির।
পাতার ঝালর ছুঁয়ে ঝরছে
টিপটিপ বৃষ্টির মর্চে।

ভেজা কাক ভিজে চুবচুবে কি
সূর্য উঠবে আজ পুবে কি?
মনে হয় দিনে যেন রাত্রি
সব আজ বর্ষার যাত্রী।

সূত্র : সমকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ