প্রিয় পাঠক লক্ষ্য করুন

Wednesday, July 18, 2012

মানুষ হতে চাইনা | মোঃ তাজুল ইসলাম সরকার


আমার নেই মান ও হুশ
বিধাতা দেয়নি মন্যুষত্ব
বল আমার কি দোষ?
কে অমানুষ থেকে মানুষ হয়েছে নেই তা জানা
আমাকে কেউ মানুষ হতে বললে আমি বলবো না, না ।
পশু কখনো ক্ষতি করেনা স্বজাতির
মানুষ হয়ে মানুষকে করেনা খাতির ।
মানুষে র চেয়ে পশুই ভাল, ভাল অমানুষ
বিধাতার কাছে তাই চাইনা মান ও হুশ ।
অমানুষ ছি লাম, আছি থাকবো তাই
মানুষ হবার কোন ইচ্ছা আমার নাই ।
থু থু দিক কেউ, দিক ধিক্কার
মানুষ হবার জন্য করবোনা চিৎকার।

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ