প্রিয় পাঠক লক্ষ্য করুন

Thursday, July 26, 2012

ব্যাঙ ভূত | আবেদীন জনী


ঢ্যাঙঢ্যাঙিয়ে হাঁটছে ভূতের ছেলে
ঠ্যাং ভেঙেছে লাফিং ঝাঁপিং খেলে
ঘ্যাঙঘ্যাঙিয়ে গাইছে আজব গান
ভুল হয়ে যায় হঠাৎ গানের টান।

ভুল হবে না? পেটটা ক্ষুধায় পোড়ে
মাথার মগজ ফনফনিয়ে ঘোরে
ঠ্যাং ভেঙে সে চুপটি মেরে বসা
উপোস থেকে শরীর কষাকষা।

ক্যাঁকক্যাঁকিয়ে ব্যথায় কাঁদে রোজ
ক্যামনে বলো করবে শিকার খোঁজ
আর চলে না, জীবনটা ছাই ছাই
খুঁজতে শিকার ছুটলো সে আজ তাই।

ঘাসের ঝোপে একটা ফড়িং পেলো
অমনি ধরে মচমচিয়ে খেলো
কী আনন্দ! গাইলো ঘ্যাঙর ঘ্যাং
ভূত ছেলেটা হঠাৎ কোলা ব্যাঙ!

সূত্র : সমকাল

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ