প্রিয় পাঠক লক্ষ্য করুন

Tuesday, July 24, 2012

ছুঁয়ে দেয় | মাহমুদুল হাসান নিজামী

 
হাজার বছর আগে এই সমুদ্রের পাড়ে কি ছিল
কেমন ছিল আমাদের এই গ্রাম
বটতলা হাটখোলা কেমন ছিল সব
কীভাবে কেমনে ঘটেছে পৃথিবীর বিপ্লব
আমাদের আকাশ ছিল কেমন
সেই আকাশে মেঘ ছিল কি
কালো মেঘ ছিল নাকি সাদা
হাজার বর্ষী বট বৃক্ষকে প্রশ্ন করি যখন
তখনি ছুঁয়ে দেয় এক চিলতে হিমেল সমীরণ

No comments:

Post a Comment

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ